fbpx
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ অপরাহ্ন

সারিকা-শিবলী নওমানের ‘রেডি ফ্ল্যাট’

অনলাইন
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৭৫ বার পঠিত

নতুন টেলিফিল্মে জুটিবদ্ধ হলেন সারিকা সাবরীন ও শিবলী নওমান। টেলিফিল্মটির নাম ‘রেডি ফ্ল্যাট’। রণক ইকরামের রচনা ও মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন আনন্দ খালেদ, হাফিজুর রহমান সুরুজ, শেলী আহসান, অদিতি, এসএম আশরাফুল আলম, হোসাইন আরমান ও জিয়ান। 

টেলিফিল্মটির গল্প গড়ে ওঠেছে নবনী আর মুশফিককে নিয়ে। নির্মম বাস্তবতায় থমকে যায় এদের সুন্দর একটা সম্পর্ক। দীর্ঘদিন যোগাযোগহীনতার পর হাউজিং কোম্পানীর সেলস এক্সিকিউটিভ মুশফিকের সঙ্গে দেখা হয় নবনীর। ততদিনে নবনীর সঙ্গে শিপনের বিয়ে প্রায় ঠিক। এমন গল্পে নবনীর চরিত্রে সারিকা, মুশফিক চরিত্রে শিবলী নওমান এবং শিপনের চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ। টেলিফিল্ম প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘রোমান্টিক গল্প হলেও গল্পটিতে একটু অন্যরকম ছোঁয়া আছে। দর্শক গল্পে এই সময়টাকে খুঁজে পাবেন।’ ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন আরমান হোসেন ও সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। রেডি ফ্ল্যাট ১৯ নভেম্বর শুক্রবার দুপুর ৩.০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: