fbpx
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বোচ্চ পারিশ্রমিক দাবি করছেন প্রভাস

অনলাইন
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৯ বার পঠিত

ভারতীয় দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’খ্যাত এই অভিনেতা বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। বর্তমান সময়ে ভারতীয় অভিনেতাদের মধ্য সর্বোচ্চ পারিশ্রমিকও নিচ্ছেন তেলেগু সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয়ের পর থেকে কদর বেড়েছে এ অভিনেতার।

শোনা যাচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা। বলিউডের প্রভাবশালী এক সংবাদমাধ্যমের খবর, ‘আদিপুরুষ’ ও ‘স্পিরিট’ সিনেমার জন্য এমন উচ্চ পারিশ্রমিক দাবি করেছেন প্রভাস। ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক ধারণা করা হচ্ছে এটাকে।গেল কয়েক বছরে বলিউডে সালমান খান, অক্ষয় কুমার, দক্ষিণী তারকা থালাপতি বিজয়, মেগাস্টার রজনীকান্ত ৯০ থেকে ১০০ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন। যদিও এসব তারকারা পারিশ্রমিকের বাইরে সিনেমার লভ্যাংশও নিয়ে থাকে।

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। ওম রৌত পরিচালিত এ সিনেমায় রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। বলিউড অভিনেতা সাইফ আলি খানকে দেখা যাবে রাবণ চরিত্রে আর সীতা চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: