fbpx
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক

অনলাইন
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪০ বার পঠিত

কথায় আছে একতাই বল। একসঙ্গে কাজ করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। অনেক অসাধ্যও সাধন করা যায়। সেই কথাগুলোও যেন ফের প্রমাণ করলেন চীনের ছয় যুবক। মানবসিঁড়ি তৈরি করে তিনতলার একটি অগ্নিদগ্ধ বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করলেন তারা।

চীনের হুনান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সেখানকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ভবনটির তিনতলার একটি বাসা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে দু’টি শিশু আটকে রয়েছে বলে বাসায় সামনের উপস্থিত জনতা দেখতে পান। শিশুদের উদ্ধারে দমকলের অপেক্ষা না করে ছুটে যান ছয় যুবক।

উপস্থিত বুদ্ধির জোরেই শিশুদের উদ্ধার করেন তারা। প্রথমে একজন গ্রিল বেয়ে বাসার কাছে পৌঁছান। তার পাশাপাশি বাকিরাও গ্রিল বেয়ে উঠে পড়েন। তারা এমন দূরত্বে দাঁড়িয়ে পড়েন, যেন যেখান থেকে অনায়াসে তারা মানবসিঁড়ির মাধ্যমে শিশুদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতে পারেন। 

দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই তারা ওই দুই শিশুকে নামিয়ে আনেন।

‘ট্রেন্ডিং ইন চায়না’ নামের এক ফেসবুক পেজ থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ওই ছয় যুবকের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: