নকলা উপজেলায় বারি ১৪ জাতের ও অন্যান্য জাতের মোট ১৮ শ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। এ জন্য ৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ সার বিতরণ করেন কৃর্ষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা। এতে ২৫৯০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে যার বিক্রি মূল্য দাঁড়াবে ১৩ কোটি টাকা বলে জানিয়েছেন কৃষিবিদ পরেশচন্দ্র দাস।