শেরপুর জেলার নকলা উপজেলার হাতিমারা গ্রামে নদীর পাড়ে ড্রেজার বসিয়ে শত শত একর জমির মাটি উত্তোলন করে বিক্রি করছেন একটি অসাধু চক্র। নদীর পাড়ে মসজিদ , মাদরাসা ,স্কুল কলেজ , বাড়ি ঘর সবকিছু নদীতে বিলিন হবে বলে অনেকে আশংখা করলেও অবৈধ বালু বিক্রেতারা কোন নিয়ম নিতি মানছেন না