fbpx
সোমবার, ১০ মে ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে সড়কে প্রাণ গেল গৃহবধূর

অনলাইন
  • আপডেট টাইমঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ১৭৮ বার পঠিত
NAN TV

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক্টরচাপায় সিএনজি চালিত অটোরিকশাযাত্রী শাহিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঠানবাড়ীসংলগ্ন বেড়ি বাঁধের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে একটি অটোরিকশায় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন শাহিনসহ তিনজন।

পথে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠানবাড়ীসংলগ্ন বেড়ি বাঁধের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডটলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে শাহিন আক্তার নিহত ও চালকসহ আরও তিনজন আহত হন। আহত দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।http://আরো পড়ুন

স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: