fbpx
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

করোনা: দুই মাসে সবচেয়ে কম মৃত্যু

অনলাইন
  • আপডেট টাইমঃ বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১২ বার পঠিত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত ১২ নভেম্বর করোনায় ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। এ নিয়ে ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন এখন পর্যন্ত করোনা আক্রান্ত হলেন। আর গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জনকে নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী সুস্থ হয়েছেন আরও ৮৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে করোনা শনাক্তের ৩১২তম দিন পার করছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: