fbpx
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ন

জাপানি দুই শিশু মায়ের সঙ্গে থাকার আদেশের বিরুদ্ধে আপিল বাবার

অনলাইন
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮ বার পঠিত

জাপানি দুই শিশুর মায়ের সঙ্গে থাকা ও ঘুরতে যাওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন বাবা। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার আদালত জানান, জাপানি মা মেয়েদের সঙ্গে রাতে থাকতে ও বেড়াতে পারবেন। চার রাত শুধু মা থাকবেন শিশুদের সঙ্গে। অন্যদিনগুলোতে মা-বাবা উভয়ে থাকবেন। তারা চাইলে শিশুদের নিয়ে বাইরে ঘুরতেও যেতে পারেন।আদালত আরও বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে একদিন পরপর অর্থাৎ ৯-১৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ রাত শিশুরা মায়ের সঙ্গে থাকবে। এই সময়গুলোতে দিনের বেলায় বাবা শিশুদের সঙ্গে থাকবেন। মা-বাবা উভয়েই আলাদাভাবে তাদের নিয়ে বাইরে বেড়াতে যেতে পারবেন। 

উল্লেখ্য, গত ৩১ আগস্ট হাইকোর্টের দেয়া আদেশের পরদিন ১ সেপ্টেম্বর থেকে গুলশানের একটি ফ্ল্যাটে রয়েছে জাপান থেকে আসা ১০ ও ১১ বছর বয়সী দুই শিশু। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ওই বাসায় তাদের রাখার প্রস্তাব দিয়েছিলেন। শুনানি নিয়ে ৩১ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: