fbpx
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১ পূর্বাহ্ন

ক্রিকেটার সৌরভের জন্য স্কুল ছাড়া হতে যাচ্ছিলেন অভিনেতা সৌরভ!

অনলাইন
  • আপডেট টাইমঃ সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২২ বার পঠিত

অভিনেতা সৌরভ দাস ক্রিকেট বোঝার আগেই সৌরভ গাঙ্গুলির ভক্ত হয়ে উঠেছিলেন। ‘দাদা’-র প্রতি অগাধ ভালবাসা ছিল তার। কিন্তু এই দাদার জন্যই আর একটু হলে স্কুল থেকে বহিষ্কৃত হতে হতো এই অভিনেতাকে?

ভারতীয় গণমাধ্যম জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানে এসে সৌরভ দাস নিজেই জানিয়েছিলেন ছোটবেলার এই গল্প।সৌরভ দাস জানান, তিনি তখন সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থী। স্কুল বাসে স্কুল যাচ্ছিলেন। হঠাৎ সৌরভ লক্ষ্য করলেন বাসের পিছনে বসে থাকা এক দল ছাত্র সৌরভ গাঙ্গুলির করা একটি বিজ্ঞাপন নিয়ে হাসিঠাট্টা করছে। স্কুলে যারা ‘শচীন ভক্ত’ বলে পরিচিত। রাগে অগ্নিশর্মা সৌরভ সহ্য করতে না পেরে এক ছাত্রকে ঘুষি মেরে বসেন তিনি। বাসে শুরু হয়ে যায় হইচই। হট্টগোল শুনে থামাতে এসেছিলেন স্কুলেরই এক শিক্ষক। রাগের মাথায় তাকেও ধাক্কা মেরেছিলেন তিনি।

পরবর্তীতে সৌরভের বাবাকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। ছেলের কার্যকলাপের বিষয়ে জানানো হয় তাকে। এরপরই অভিনেতার বাবা তাকে সৌরভ গাঙ্গুলিকে ভুলে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি তার পক্ষে। বরং সময়ের সঙ্গে সঙ্গে ‘দাদা’-র প্রতি ভালবাসা আরও বেড়েছে এই অভিনেতার।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: