fbpx
সোমবার, ১০ মে ২০২১, ০৮:৩০ পূর্বাহ্ন

নারীসহ রয়েল রিসোর্টে আটক মাওলানা মামুনুল

অনলাইন
  • আপডেট টাইমঃ শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৭৭ বার পঠিত
NAN TV

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ আটক হয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক৷ যদিও ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেছেন মামুনুল হক৷ শনিবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে৷ মাওলানা মামুনুল হক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান৷ তিনি জানান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক দু’টি বিবাহ করেছেন৷ তিনি তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শনিবার সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এসেছিলেন৷ পরে স্থানীয়রা তাকে আটক করে লাঞ্চিত করেছেন৷ স্থানীয়দের সাথে ধস্তাধস্তিতে মামুনুল হকের পরনে থাকা জামাটিও ছিড়ে গেছে৷ বিস্তারিত জানতে সোনারগাঁ থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন নারায়ণগঞ্জের হেফাজত নেতারা৷ তবে এ বিষয়ে জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি৷তবে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ চলছে, এখনই বিস্তারিত বলতে পারছেন না তিনি৷ তবে নারীসহ মাওলানা মামুনুল হক পুলিশি হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি৷

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: