fbpx
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন

জমির বিরোধ নিষ্পত্তির পরই যুক্তরাষ্ট্র প্রবাসীকে গুলি করে হত্যা!

অনলাইন
  • আপডেট টাইমঃ শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৬ বার পঠিত
NAN TV

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও (৭২) নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

নিহতের আপন ভাতিজা গেনেট রোজারিও (৫০) হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।  

শুক্রবার দিনগত রাত ১২টায় উপজেলার খ্রিষ্টানপল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত গেনেটকে একনলা বন্ধুক ও গুলিসহ রাতেই গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুলপুর গ্রামের মাইকেল রোজারিও সঙ্গে তার বড় ভাই মৃত বারেন রোজারিওর ছেলে  গেনেট রোজারিওর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়ই সপরিবারে আমেরিকায় বসবাস করেন। 
সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দুমাস আগে দুজনই বাংলাদেশে আসেন। 

জমির বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭টায় স্থানীয় ‍ইউপি সদস্যসহ গণ্যমান্যদের নিয়ে শালিসি বৈঠক হয়। বৈঠকে দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটে। 

কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট তার চাচা মাইকেল রোজারিওকে গুলি করেন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুক্রবার সন্ধ্যায় আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানায়, গেনেড কাকাকে গুলি করেছে। 

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গলিসহ গেনেট রোজারিওকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: