fbpx
সোমবার, ১০ মে ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পী লাহিড়ী

অনলাইন
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত
NAN TV

বর্ষীয়ান ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাঙালি এই সংগীত তারকাকে বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, সবরকমের সাবধানতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত বাপ্পি লাহিড়ীর করোনা রিপোর্ট পজিটিভ। আপতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছে বাপ্পি লাহিড়ীর পরিবার। মার্চের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্টার করিয়েছিলেন ৬৮ বছর বয়সী এই সংগীত তারকা। তবে সেই ডোজ তার নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা সংক্রমণ বেড়েছে। বিভিন্ন অঙ্গনের তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। সম্প্রতি কার্তিক আরিয়ান, আমির খান, পরেশ রাওয়াল, আর মাধবন, রণবীর কাপুর, মনোজ বাজপেয়ীসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: