fbpx
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১, ০৩:৩১ পূর্বাহ্ন

৭ মাস পর কারামুক্ত হলেন হংকংয়ের গণতন্ত্রপন্থি নেত্রী চৌ

অনলাইন
  • আপডেট টাইমঃ রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৮ বার পঠিত
NAN TV

সাত মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থি নেত্রী অ্যাগনেস চৌ।

শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, ২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে একটি অননুমোদিত সমাবেশে তার ভূমিকার কারণে প্রায় সাত মাস তাকে জেলে থাকতে হয়েছে।

২৪ বছর বয়সি চৌ ও জসুয়া ওয়াংকে অবৈধ র্যা লি আয়োজনের কারণে দোষী সাব্যস্ত করা হয়। ঘোষিত ১০ মাস সাজার মেয়াদপূর্তির আগেই চৌকে মুক্তি দেওয়া হলো।  তবে ওয়াং এখনও কারাগারে রয়েছেন।

২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল হংকং। দীর্ঘ চেষ্টার পর কর্তৃপক্ষ বিক্ষোভ নিয়ন্ত্রণে সফল হয়। এর পর চীন হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে।  অভিযোগ রয়েছে— ভিন্নমত দমনের জন্যই এই আইন প্রণয়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: