fbpx
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১, ০৩:৩৪ পূর্বাহ্ন

ইতিহাস গড়েছে ফিনল্যান্ড

অনলাইন
  • আপডেট টাইমঃ রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত

ইউরোর ম্যাচে ডেনমার্ককে হারিয়ে ইতিহাস গড়েছে ফিনল্যান্ড। কোনও বড় প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রথমবার জয় পেল তারা। অনেক বড় দলকে ভয় দেখানোর রসদ যে তাদের মধ্যে রয়েছে তা, বুঝিয়ে দিলেন জোয়েল পহযানপালোরা। তার করা একমাত্র গোলেই জয় পায় ফিনল্যান্ড।

শনিবার আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং সুইজারল্যান্ড। নজর ছিল ওয়েলস তারকা বেলের দিকে। তবে তিনি গোল পাননি। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইস ফুটবলার ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় তারা। তবে সেই গোল শোধ করে দেন কিফের মুরে। ২ দলই হেডে গোল করে। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।এদিকে, বেলজিয়ামের সামনে প্রায় দাঁড়াতেই পারেনি রাশিয়া। লুকাকুর জোড়া গোল অনায়াসে জয় এনে দিল বেলজিয়ামকে। রাশিয়াকে ৩-০ গোলে হারায় বেলজিয়াম। লুকাকু ছাড়াও গোল করেছেন থমাস মুনিয়ের। 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...

এনএএন টিভি লাইভ

%d bloggers like this: